একেই বলে অন্ধ ভক্ত! মিঠাই সিরিয়ালে সিদ্ধার্থের অ্যাক্সিডেন্ট দেখে কেঁদে ভাসালেন এক মহিলা ভক্ত মিঠাই সিরিয়ালে জি-বাংলার মিঠাই ধারাবাহিকের
একেই বলে অন্ধ ভক্ত! মিঠাই সিরিয়ালে সিদ্ধার্থের অ্যাক্সিডেন্ট দেখে কেঁদে ভাসালেন এক মহিলা ভক্ত
মিঠাই সিরিয়ালে
জি-বাংলার মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তা আকাশছোঁয়া। ধারাবাহিক শুরু হওয়ার পর
থেকেই মিষ্টি মেয়ে মিঠাই এবং গুরুগম্ভীর ছেলে সিদ্ধার্থের জুটি সকলের খুব প্রিয়। বাংলা টেলিভিশনের
‘মিঠাই’ এমন এক ধারাবাহিক যেখানে ভিলেন চরিত্রটি দর্শকের প্রিয়। শুধু এপার বাংলা নয় ওপার বাংলায়
মোদক পরিবার নিয়ে মাতামাতি নেহাত কম নয়।
মিঠাই
সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকের ফ্যান পেজে চোখ
রাখলেই বোঝা যায় সিড-মিঠাই এর প্রতি অনুরাগীদের ভালোবাসা। মিঠাই পরিবারের খুশিতে তারা যেমন
আনন্দে মেতে ওঠে ঠিক তেমন মিঠাই-সিডের কষ্ট দেখলে চোখ জল ভক্তদের। এরকমই এক দৃশ্য ধরা
পড়ল সোশ্যাল মিডিয়ার পেজে।
এই মুহূর্তে ধারাবাহিকে দেখানো হচ্ছে গল্পের নায়ক সিদ্ধার্থের গাড়ি অ্যাক্সিডেন্ট
হয়েছে। আর এই দৃশ্য দেখে অঝোরে কেঁদে চলেছে এক মহিলা ভক্ত। মিঠাইয়ের নন্দা অর্থাৎ অভিনেত্রী কৌশাম্বী
চক্রবর্তী তার ইনস্টা স্টোরিতে এই ভিডিওটি শেয়ার
করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে সিদ্ধার্থের অ্যাক্সিডেন্ট দেখে চোখের জল ধরে রাখতে পারেনি এক অনুরাগী।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন