টানা ২ মাস পর ফের বাংলার টপার ‘মিঠাই’ ধারাবাহিক। টানা ৪৪ সপ্তাহ ধরে টিআরপি’র প্রথম স্থান
গাঁটছড়া’কে হারিয়ে ফের বাংলার টপার ‘মিঠাই’,
বেজায় খুশি ভক্তরা
টানা ২ মাস পর ফের বাংলার টপার ‘মিঠাই’ ধারাবাহিক। টানা ৪৪ সপ্তাহ ধরে
টিআরপি’র প্রথম স্থান মিঠাই’য়ের দখলে ছিল। কিন্তু স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিক আসার পর
টিআরপি’র স্লট হারিয়েছিল ‘মিঠাই’। কিন্তু ‘মিঠাই’কে একেবারে হারানো সহজ নয়। সেই প্রমাণ মিলল এই
সপ্তাহের টিআরপি’র লিস্টে।
এসপ্তাহে গাঁটছড়া’কে হারিয়ে নিজের স্থান ফের ছিনিয়ে নিল ‘মিঠাই’।
খুশিতে আপ্লুত গোটা মোদক পরিবার সহ মিঠাই ভক্তরা। ফ্যান পেজে চলছে রাজত্ব ফিরে পাওয়ার সেলিব্রেশন।
রন্ধন প্রতিযোগিতা এবং মিঠাই-সিডের রসায়নের কাছে একটু ফিকে পড়ল খড়ি-ঋদ্ধি জুটির রসায়ন।
৯.৮ রেটিং পয়েন্ট নিয়ে এসপ্তাহে বাংলার টপার হল ‘মিঠাই’।
অন্যদিকে, ৮.৯ নিয়ে দ্বিতীয় স্থানে নেমে এল ‘গাঁটছড়া’ ধারাবাহিক।
তৃতীয় স্থানে ৮.৫ পয়েন্ট নিয়ে বাজিমাত ‘আলতা ফড়িং’ এবং ‘অনুরাগের ছোঁয়া’, চতুর্থ স্থানে ‘উমা’, পঞ্চম স্থানে ‘গৌরী এলো’।
মিঠাই- ৯.৮ (প্রথম)
গাঁটছড়া- ৮.৯ (দ্বিতীয়)
আলতা ফড়িং / অনুরাগের ছোঁয়া – ৮.৫ (তৃতীয়)
উমা- ৮.০
(চতুর্থ)
গৌরী এলো- ৭.৭ (পঞ্চম)
পিলু / ধূলোকণা – ৭.৩ (ষষ্ঠ)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৭.২ (সপ্তম)
মন

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন