mithai today episode full video

Episide-452



টেলিভিশন
পর্দায় জনপ্রিয় মুখ অভিনেত্রী সৈরিতি বন্দোপাধ্যায়। নাগলীলা ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে আসা। ‘ঠিক যেন লাভ স্টোরি’র হাত ধরে দর্শকের কাছে জনপ্রিয় হন। এই ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এছাড়াও ‘নিশির ডাক’, ‘বাক্সবদল’, ‘দেশের মাটি’ ধারাবাহিকে অভিনয় করেছেন। গতকাল ছিল অভিনেত্রী সৈরিতি বন্দোপাধ্যায়ের শুভ জন্মদিন। এই মুহূর্তে ‘জয় জগন্নাথ’-এর শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। তবে নিজের স্পেশাল দিনটি পরিবারের সাথে কাটিয়েছেন। মেয়ের হাত ধরেই কেক কেটেছেন অভিনেত্রী। সৈরিতি টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, “এই বছর আমার একটি স্মরণীয় জন্মদিন ছিল। অনেকদিন পর পরিবারের সঙ্গে বাইরে জন্মদিন উদযাপন করলাম। আমার স্বামী আমার জন্য একটি বিশেষ সারপ্রাইজ রেখেছিলেন”। এইবছর জন্মদিন মেয়ে ও স্বামীর সঙ্গে মন্দারমণিতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই জন্মদিন পালন হয়েছে তার। ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবরা সৈরিতিকে উষ্ণ শুভেচ্ছা পাঠিয়েছেন৷


 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

‘অধিকাংশ বাংলা সিরিয়ালের