করুণাময়ী রানী রাসমণি’র পর ফের জি বাংলার ধারাবাহিকে ফিরছেন মিমি দত্ত
ফিরছেন ‘করুণাময়ী রানী রাসমণি’র জগদম্বা। যদিও এই চরিত্রে অল্প সময় অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী মিমি দত্ত। এরপর তাকে ‘মিঠাই’ হেঁশেল প্রতিযোগিতার বিশেষ কয়েকটি পর্বে আঙ্কারিং করতে দেখা যায়।
‘ভুতু’, জয়ী এবং আরও কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন মিমি। মাঝে বিয়ের জন্য ছোট ব্রেক। বিয়ের পর ‘করুণাময়ী রানী রাসমণি’র জগদম্বা চরিত্রে অল্প কিছুদিনের জন্য কামব্যাক করেছিলেন। তবে সু-সংবাদ ফের জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’তে এন্ট্রি নিতে চলেছেন এই অভিনেত্রী।নিজেই সেকথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন।
পিলু’ ধারাবাহিকে অভিনেত্রী মিমি দত্ত মল্লার অর্থাৎ অভিনেতা ধ্রুব সরকারের বোন মল্লিকার চরিত্রে অভিনয় করবেন। তবে ভিলেন মল্লারের বোন হলেও মিমির চরিত্রটি পজেটিভ। মল্লিকার ছোটবেলা তেমন ভালো ছিল না। ধারাবাহিকে জীবনের সেই ঘটনাও তুলে ধরা হবে। আবার অভিনেত্রীকে ছোটপর্দায় ফিরে পেয়ে খুশি তার ভক্তরা।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন