Na pawa valebasar kico kotha
hiপ্রতিটা মানুষের জীবনে না পাওয়ার কিছু কষ্ট আছে। কেউ মুখে প্রকাশ করতে পারে, কেউ পারে না, সে কথা গুলো নিজের অন্তরকে জ্বলে পুড়ে ছাই করে দেয়। আমরা কমবেশি সবাই না পাওয়ার কষ্ট তেই আছি।। আজ আমারা আপনাদের সামনে কিছু না পাওয়ার কথা শেয়ার করলাম, হয়তো কিছু লাইন আপনার জীবনের সঙ্গে মিলে যেতে পারে!!
১) প্রিয় আমি জানতাম....পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, যারা ভালোবাসে কিন্তু তাদের ভালোবাসা জয় হয় না,, সৃষ্টিকর্তা যে আমাকে তাঁদের দলে ফিরবে যদি জানতাম,, তাহলে হয়তো ভালবাসতাম না,, না পাওয়ার কষ্ট চেয়ে কত বেশি আজ তা বুঝতে পারছি। আমার চাওয়াই হয়ত ভুল ছিল, আমার ভালোবাসা হয়তো শক্তি নেই,,, তাই তোমাকে পেলাম না। তুমি হয়তো তোমাকে চাইতে বাধা দিয়েছো, কিন্তু আমার মানুষ পর্টে যে তুমি আছো,, তাকে তো তুমি সরিয়ে দিতে পারবে না। তাকে তো ভালোবাসতে বাঁধা দিতে পারবে না।
আমি না হয় তাকে নিয়ে থাকবো, আমি তোমাকে অনেক বিরক্ত করেছি এর জন্য দুঃখিত,, আজ থেকে আর তোমার সামনে আসব না, বিরক্ত করব না। ভালো থেকো,,!!!
২) জানিনা তুমি কেমন আছো? তবে খুব জানতে ইচ্ছে করে!! ইচ্ছে করে খুব কাছে থেকে তোমার সুখ গুলি ছুঁয়ে দেখতে! কারণ তোমার সেই সুখ গুলোর মাঝে যে আমার কান্না মিশে আছে! তোমায় কোনোদিন বুঝাতে পারিনি তোমায় কতটা ভালবাসি! হয়তো বুঝেও না বুঝার অভিনয় করেছো তখন,, আচ্ছা একটা কথা বলবে??
সত্যিই কি তুমি মন থেকে অন্য কাউকে ভালবাসতে পেরেছো! নাকি সেই চিরচেনা অভিনয়ের মাঝে নিজেকে সঁপে দিয়েছে?
তোমাকে এতটাই ভালবাসি যে, তুমি চাইলে পৃথিবী এনে দিতে পারব না। তবে ভালবাসা দিয়ে, পৃথিবীটাকে ভুলিয়ে দিতে পারব। তোমার দুঃখ বলি হয়তো মুছে দিতে পারবো না। তবে দুঃখের কারণ গুলি ভুলিয়ে দিতে পারব। তোমার চোখের অশ্রুকে হয়তো আটকে রাখতে পারব না। তবে আদর করে অশ্রু গুলো মুছে দিতে পারব। পৃথিবীর সব সুখ হয়তো এনে দিতে পারব না তবে তোমাকে সুখী করতে পারব। একদিন তুমিও কাঁদবে আমার জন্য, যেভাবে আমি কেঁদেছি তোমার জন্য। একদিন তুমি আমাকে অনেক মিস করবে যেমনটি এখন আমি করি, একদিন তোমার আমাকে অনেক দরকার হবে যেভাবে আমার তোমাকে দরকার হতো। একদিন তুমি আমাকে অনেক ভালোবাসবে যেভাবে আমি তোমাকে বাসতাম। কিন্তু আফসোস এই ভেবে, সেদিন হয়তো আমি তোমাকে ভালোবাসবো না। সেদিন মনে করো, আমি এই পৃথিবীতে নেই।
৩) ভুলতে তো আমিও পারতাম শুধু করিনি কেন জানো, সামান্য কারণে যদি ভুলে যায় তাহলে ভালোবেসে ছিলাম কেন! রাখ আমারও অনেক আছে শুধু তোমার সাথে রাগ করি না, কেন জানো আমি তোমায় এতটাই ভালবাসি যে তুমি একটু কষ্ট পেলে সেই কষ্টটা আমাকেও লাগে। অন্ধের মতো তোমায় ভালোবেসেছি , জানো যখন তুমি পাশে ছিলে আমার কাছে পৃথিবীর সব সুখ ছিল। আজ পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষটাই আমি। এখনো প্রতিটা রাত কাটে তোমার আশায়, ঘুমোতে যাই যখন তোমার স্মৃতি চারপাশে থেকে ঘিরে ধরে আমায়। রাত শেষে জহি তুমিই হও!!
যতই ভাবি তোমাকে ভুলে যাবো তত বেশি তোমায় মনে পড়ে। ভুলি ভুলি করেও তোমায় ভোলা হয় না। তোমায় ভুলবো কি করে তুমি তো আমার জীবনের সাথে মিশে আছো তোমায় ভুলতে আমার মরণ স্বীকার করতে হবে, হুম। মরে তো গেছে অনেক আগেই শুধু জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি পরিবারের সুখের জন্য। নিজের জন্য তো কিছু করতে পারলাম না, যদি পরিবারের জন্য কিছু করতে পারি। জানো? তোমাকে ছাড়া একটা দিন আমার কাছে একটা বছর মনে হয়। মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে তোমার কাছে ছুটে যাই তোমায় জড়িয়ে ধরে বোন খুব ভালোবাসি তোমায় ফিরে এসো আবার আমার কাছে। কিন্তু কিছুক্ষণ পর মনে হয় আমি একা তোমার কাছে গিয়ে কী করব তুমি তো আর আমাকে চাও না। তুমিতো নতুন কাউকে পেয়ে ভুলে গেছো আমায়, আমি আর কতদিন থাকবো তোমার আশায়। দূর আকাশের তারা গুলিও জানে কতটা ভালবাসি তোমায়। শুধু তুমি আমার ভালোবাসা বুঝবে না। আর বুঝবে কি করে আমার তো আর মন থেকে ভালবাসো নি তুমি।
৪) কেন এসেছিলে আমার জীবনে কি' বা পেলে আমাকে কষ্ট দিয়ে? আমি তো ভালোই ছিলাম..
যখন তুমি ছিলে না আমার জীবনে.. তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখছিলাম খুব বেশি কিছু ছিল না! কেন ভেঙ্গে দিলে আমার সেই স্বপ্ন গুলোকে?
তোমাকে ছাড়া জীবন চলছে, কিন্তু মনের কোণে. কোথায় একটা যেন তোমার নামটা আজও রয়ে গেছে! আমি জানি, আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। তাই হয'' তো বা.. তোমার নামটা চিরকাল রয়ে যাবে আমার এই মনের কোনে...!
৫) ভালোবাসি বলে শত কষ্ট পাওয়ার পরও ছেড়ে যেতে পারি না। মন আর ভাগ্যের কি অদ্ভুত মিল! মন তাকে পছন্দ করে যে ভাগ্যে নেই।
বেইমান তো তুই না বেইমান হল আমার মন এত অবহেলার সত্বেও তোকে বারবার মনে পড়ে। ভালো থাকার জন্য যারা ছেড়ে গেছে সৃষ্টিকর্তা তাদের ভালো রাখুক..........
আমি থাকি আর না থাকি তোমার জন্য আমার ভালোবাসা সারাজীবন থাকবে। তোকে মুক্তি দিয়ে-ছি ভালো থাকব বলে, তুই ভালো থাকবি বলে... একা থাকতে কষ্ট হলেও খুব ভালো আছি...
ভুলটা আমারই ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম... আমি রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই! কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, আবার কিছু অভিমান মানুষকে পর করে দেয়। আমি থাকি আর নাই থাকি তোমার জন্য আমার ভালোবাসা সারাজীবন থাকবে। ভুলে যা.. কষ্ট হলেও মেনে নেব কিন্তু ভোলার জন্য বলবি না। আজ আমি কাঁদছি কাল তোমাকে অনুতপ্ত হতে হবে! কারণ কাল আমি আর তোমার রইব না।
মাঝে মাঝে মনে হয় এমন কোথাও চলে যাই যেখানে কেউ আমাকে খুজে পাবেনা।
কেউ আমাকে ভাল না বাসলেও কষ্ট আমাকে ঠিকই ভালবাসবে, সবাই হয়তো ছেড়ে চলে যাবে কিন্তু কষ্ট কখনোই আমায় ছেড়ে যাবে না।
যে বলেছি না সারাজীবন পাশে থাকবে শে আজ ফিরেও তাকায় না।
তৃষ্ণা পেলে যেমন বিষ পান করবেন না তেমনি একাকীত্ব বোধ করলেও কখনো প্রান্তনের কাছে যাবেন না। যদি চলে যাবে তাহলে কাউকে স্বপ্ন দেখানোর কি প্রয়োজন ছিল?
৬) মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না। কাঁদায় তার প্রিয় অতীতের স্মৃতিগুলি। কাঁদায় তার কাছের মানুষগুলো, কাঁদায় তার প্রিয়জন। যে চলে যায় সে তো বোঝেনা, কিন্তু যাকে ফেলে চলে যায় সে বোঝে কষ্ট কি, কিছু মানুষ আছে যারা কান্না করতে পারিনা তারা বলতে পারেনা আমি ভালো নেই। কিন্তু তাদের ভেতর শত দুঃখ কষ্ট তাকা সত্ত্বেও মুখে এক হ্রাশ হাসি নিয়ে বলতে পারে, হ্যাঁ আমি ভালো আছি। একটু লক্ষ্য করে দেখবেন, যে মানুষটি মনের দিক দিয়ে অনেক ভালো হয়। আসলে তার কপালটা অনেক খারাপ হয়। তার সহজ সরল মনটাকে নিয়ে সবাই খেলা করে। তারা পারে না.. ভালো একটা মন বা ভালো একটা মানুষের মূল্য দিতে, তবে যারা মূল্য দিতে পারে না তারাও একদিন কাঁদে হ্যাঁ তারাও একদিন কাঁদে।
হয়তো তাদের কান্না শোনার মত কেউ আর থাকে না।
গল্প কথা
NEWER
OLDER
Post a Comment
0 Comments
Please do not share the link in the comment box.
Emoji
Add
A
Ad
Add
Labels
All Posts(55)
Jokes - Jokes(3)
Kobita(27)
Love Letter(1)
Love Story(23)
Question - Answer(1)
Quote(16)
SMS(14)
Status(2)
Talking Message(40)
The Story(37)
উক্তি ও বাণী(13)
কবিতা(27)
গল্প কথা(37)
জোকস(6)
ধর্ম(1)
ফটো ডাউনলোড(1)
বাংলা এসএমএস(3)
বাংলা ছন্দ(4)
বাসর রাতের গল্প(7)
ভালোবাসার গল্প(24)
ভালোবাসার চিঠি(9)
রূপকথার গল্প(13)
স্ট্যাটাস(9)
Popular Posts
বাসর রাতের রোমান্টিক ভালোবাসার গল্প - basor rater golpo
বাসর রাতের রোমান্টিক ভালোবাসার গল্প - basor rater golpo
বাসর রাতের গল্প - ও - স্বামী স্ত্রীর ভালোবাসা - shami strir valobasha
বাসর রাতের গল্প - ও - স্বামী স্ত্রীর ভালোবাসা - shami strir valobasha
ভালোবাসার চিঠি - love letter - লাভ লেটার চিঠি - প্রপোজ লেটার
ভালোবাসার চিঠি - love letter - লাভ লেটার চিঠি - প্রপোজ লেটার
অপ্রিয় কিছু সত্য কথা !! ৮০+ জীবনের কিছু সত্য কথা
অপ্রিয় কিছু সত্য কথা !! ৮০+ জীবনের কিছু সত্য কথা
বাসর রাতের গল্প - basor rater golpo
বাসর রাতের গল্প - basor rater golpo
ভালোবাসার গল্প - valobashar golpo - খালাতো বোন যখন বউ রোমান্টিক ভালোবাসার গল্প
ভালোবাসার গল্প - valobashar golpo - খালাতো বোন যখন বউ রোমান্টিক ভালোবাসার গল্প
শীত নিয়ে হাসির স্ট্যাটাস
শীত নিয়ে হাসির স্ট্যাটাস
পৃথিবীর সেরা রূপকথার গল্প - rupkothar Golpo
পৃথিবীর সেরা রূপকথার গল্প - rupkothar Golpo
মেয়ে পটানোর লাভ লেটার
মেয়ে পটানোর লাভ লেটার
না পাওয়ার কিছু কথা
না পাওয়ার কিছু কথা
Tags
All Posts(55)
Jokes - Jokes(3)
Kobita(27)
Love Letter(1)
Love Story(23)
Question - Answer(1)
Quote(16)
SMS(14)
Status(2)
Talking Message(40)
The Story(37)
উক্তি ও বাণী(13)
কবিতা(27)
গল্প কথা(37)
জোকস(6)
ধর্ম(1)
ফটো ডাউনলোড(1)
বাংলা এসএমএস(3)
বাংলা ছন্দ(4)
বাসর রাতের গল্প(7)
ভালোবাসার গল্প(24)
ভালোবাসার চিঠি(9)
রূপকথার গল্প(13)
স্ট্যাটাস(9)
HOME
ABOUT US
CONTACT US
PRIVACY POLICY
DMCA
Copyright © 2022 www.loveislife2.xyz
close

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন