hiপ্রতিটা মানুষের জীবনে না পাওয়ার কিছু কষ্ট আছে। কেউ মুখে প্রকাশ করতে পারে, কেউ পারে না, সে কথা গুলো নিজের অন্তরকে জ্বলে পুড়ে ছাই করে দেয়। আমরা কমবেশি সবাই না পাওয়ার কষ্ট তেই আছি।। আজ আমারা আপনাদের সামনে কিছু না পাওয়ার কথা শেয়ার করলাম, হয়তো কিছু লাইন আপনার জীবনের সঙ্গে মিলে যেতে পারে!! ১) প্রিয় আমি জানতাম....পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, যারা ভালোবাসে কিন্তু তাদের ভালোবাসা জয় হয় না,, সৃষ্টিকর্তা যে আমাকে তাঁদের দলে ফিরবে যদি জানতাম,, তাহলে হয়তো ভালবাসতাম না,, না পাওয়ার কষ্ট চেয়ে কত বেশি আজ তা বুঝতে পারছি। আমার চাওয়াই হয়ত ভুল ছিল, আমার ভালোবাসা হয়তো শক্তি নেই,,, তাই তোমাকে পেলাম না। তুমি হয়তো তোমাকে চাইতে বাধা দিয়েছো, কিন্তু আমার মানুষ পর্টে যে তুমি আছো,, তাকে তো তুমি সরিয়ে দিতে পারবে না। তাকে তো ভালোবাসতে বাঁধা দিতে পারবে না। আমি না হয় তাকে নিয়ে থাকবো, আমি তোমাকে অনেক বিরক্ত করেছি এর জন্য দুঃখিত,, আজ থেকে আর তোমার সামনে আসব না, বিরক্ত করব না। ভালো থেকো,,!!! ২) জানিনা তুমি কেমন আছো? তবে খুব জানতে ইচ্ছে করে!! ইচ্ছে করে খুব কাছে থেকে তোমার সুখ গুলি ছুঁয়ে দেখতে! ...